Categories
অদ্ভুতপুর |

অ্যান্টনি হপকিন্সের প্রাপ্তি

474 |
Share
| ২০ অক্টোবর, ২০২০
দারুক গুহ

অবৈতনিক অনুসন্ধানী

চিত্র সৌজন্য: mediaguide.ng; গ্রাফিক্স: কমলাকান্ত পাকড়াশী

১৯৭১ সালে ঔপন্যাসিক জর্জ ফাইফারের গার্ল ফ্রম পেত্রভ্কা উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র হবার কথা ঘোষণা করা হল। প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা স্যার অ্যান্টনি হপকিন্স সেই ছবিতে একটি মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেলেন। তিনি চেয়েছিলেন বইটি পড়তে। তিনি লণ্ডনের দোকানগুলো তন্ন-তন্ন করে খুঁজেছিলেন, কিন্তু বইটি কোত্থাও পান নি। বইটির সব কপি নিঃশেষিত। কী হবে এবার? বইটা না পড়লে চরিত্রটা ঠিক কেমন, তা তিনি বুঝবেন কী করে? কিন্তু উপায়ও নেই। তিনি বেশ খানিকটা বিমর্ষ। এমনই সময়ে একদিন অ্যান্টনি হপকিন্স মেট্রো করে ফিরছেন। হঠাৎ তাঁর চোখে পড়ল, মেট্রোর সিটের নিচে একটি বই পড়ে আছে। তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কার বই, কী বই? তিনি নিচু হয়ে বইটি তুলে নিয়ে শিউরে উঠলেন। এটি তো গার্ল ফ্রম পেত্রভ্কা উপন্যাসটির একটি কপি। যে বইটির জন্যে তিনি লণ্ডনের সবকটা বইয়ের দোকানে হন্যে হয়ে ঘুরেছেন, সেই বইটা এইভাবে তিনি পাবেন তিনি ভাবতেও পারেন নি। এই ঘটনার দু’বছর পর শুটিং-এর সেট-এ তাঁর আলাপ হল, লেখকের সঙ্গে। কথাপ্রসঙ্গে তিনি লেখককে জানালেন তাঁর বইটি পাবার আশ্চর্য ঘটনাটি। এটা শুনে লেখক জর্জ ফাইফার বললেন, কী অদ্ভুত ব্যাপার! আমার নিজের কপিটি আমি আমার এক বন্ধুকে পড়তে দিয়েছিলাম, কিন্তু সে বইটি লণ্ডনে হারিয়ে ফেলে। ওই বইটিতে আমার নিজের হাতে লেখা নোটস্ রয়েছে। অ্যান্টনি হপকিন্স লেখককে জানান, তিনি যে বইটি কুড়িয়ে পেয়েছেন, সেই বইটিতেও নোটস্ রয়েছে। অর্থাৎ লেখক জর্জ ফাইফারের বইটি কুড়িয়ে পেয়েছেন অ্যান্টনি হপকিন্স!

ঋণ: অ্যালম্যানাক অফ দ্য আনক্যানি, রিডার্স ডাইজেস্ট