Categories
কাব্যছড়াগঞ্জ |

আদা-ছোলার ছড়াছড়ি

423 |
Share
| ৩ জানুয়ারী, ২০২২
শিবাশিস মুখোপাধ্যায়

চিত্রসূত্র: ইন্টারনেট

ছোলা এবং আদা
কে ভাই কে দাদা?
না জেনেই তো চিবিয়ে খাচ্ছে
পালোয়ান-পেয়াদা৷

ছোলা এবং আদা
ঝাঁঝ স্বাদে আলাদা,
একসঙ্গে মুখে দিলেই
মেজাজ নবাবজাদা!

ছোলা এবং আদা
চিবিয়ে মরল গাধা,
গাধার মালিক পোলাও খেয়ে
তখন ঘুমে কাদা!

ছোলা এবং আদা
শ্যামলা এবং সাদা,
ভালবাসায় মাখিয়ে নিলেই
মুঠোয় কৃষ্ণ-রাধা !