Categories
কাব্যছড়াগঞ্জ |

আবদার

827 |
Share
| ২৬ সেপ্টেম্বর, ২০২০
রিমলী বিশ্বাস

এঁকেছেন: বিভশ্রী দে, তৃতীয় শ্রেণি

মেঘমুলুকের হদিশ জানিস?
আমার কিন্তু সন্দেহ হয়
ওই যে বিরাট আসমানি নীল
মেঘের আসল আস্তানা নয়!

যে মেয়েটি সদ্য ষোলো
বিপজ্জনক আশকারা চায়
বজ্রে কিংবা বিদ্যুতে কি
সেই মেয়েটি সান্ত্বনা পায়!

মেঘমুলুকের নিয়মগুলো
কিশোরবেলার জন্যে লেখা
কেমন করে উতল হবে
বৃষ্টিবাদল দেখেই শেখা

যে ছেলেটা আজ আঠারো
কালকে তাকেই একুশ ছোঁবে
মেয়েটিও ঠিক কিশোরীবেলা
স্কুল শাড়িতেই পেরিয়ে যাবে

তারপরে এক অন্য জগৎ
মেঘমুলুকও হঠাৎ উধাও
কৈশোরেরই আবদারেতে
শ্রাবণ ক’দিন আর থেকে যাও।