Categories
কাব্যছড়াগঞ্জ |

একটি ছড়া

760 |
Share
| ২৬ সেপ্টেম্বর, ২০২০
চন্দ্রনাথ শেঠ

এঁকেছেন: হ্যালি আলেকজান্ডার সরকার, চতুর্থ শ্রেণী

এক পদ্ম পরাগ মেখে হাসছিল
সরপুঁটিটা পদ্মপাতায় ভাসছিল
কেউ দেখেনি পদ্ম এবং পুঁটিকে।

পুকুর জলে এতোল বেতোল ঢেউ ছিল
কলমিলতায় লুকিয়ে তখন কেউ ছিল ?
সাত-ঘড়া রঙ ঢালতে এসে
সুয্যি দেখে দুটিকে!