চিত্র: কাওয়া ইজেন হৃদ; সৌজন্য: Denis Moskvinov
প্রতিবছর পর্যটকরা ঝাঁক বেঁধে দেখতে যায় ইন্দোনেশিয়ার এই কাওয়া ইজেন হ্রদটি।
এই হ্রদটি অবস্থিত কাওয়া ইজেন আগ্নেয়গিরির ক্রেটারে। এই হৃদটির বিশেষত্ব হল, এর তীব্র নীল রং। কিন্তু এই রং এল কোথা থেকে?
বিজ্ঞানীরা বলছেন― একটি গ্যাস, যা এই তীব্র নীল রং সৃষ্টির পেছনে রয়েছে, তা হল সালফার। জলের নিচে অবস্থিত এই আগ্নেয়গিরির ম্যাগমা চেম্বার থেকে ক্রমাগত নির্গত হচ্ছে সালফার গ্যাস। তার সঙ্গে দ্রবীভূত রয়েছে নানা ধাতু। এর ফলেই তীব্র নীল রং হয়ে উঠেছে এই হৃদ।
এর কারণেই নাকি কাওয়া ইজেন ক্রেটারে অবস্থিত এই হৃদটিকে পৃথিবীর সবচেয়ে অ্যাসিডিক লেক বলে ধরা হয়।
ঋণ: BBC Travel