Categories
কাব্যছড়াগঞ্জ |

কেল্লা

610 |
Share
| ২২ ফেব্রুয়ারী, ২০২১
সুমন ঘোষ

ছবি এঁকেছেন: আর্য আরণ্যক সরকার, প্রথম শ্রেণী

পরপর সিঁড়ি ধড়ফড় করে
লম্বা পুকুর চওড়া কাতলা
চেঁচায় কারা সমস্বরে
        ঘুম-ঘুম কুমকুম
        শীর্ণ, পাতলা!

হুম হুম ব্যাঘ্র ব্যগ্র চক্ষু
হিসহিস করছে চারটে গোক্ষুর
ভয়-ভয় হাস্য, কে উপাস্য, চারশো-পাঁচশো
           গিজগিজ বন্যা

গনগন অগ্নি

সিঁড়ির মাথায় হাসছে লগ্নি
দূর-দূর দন্ত কিড়মিড় জেল্লা
পতপত উড়ছে সোনার কেল্লা!