Categories
কাব্যছড়াগঞ্জ |

ক্ষোভের জ্বালা

672 |
Share
| ২৬ সেপ্টেম্বর, ২০২০
সুশান্ত কুমার বসু

এঁকেছেন: আর্য আরণ্যক সরকার, প্রথম শ্রেণি

একদিন এক শেয়াল হঠাৎ আঙুর ক্ষেতে ঢুকে
দেখল কত আঙুর গাছে ঝুলছে ডালের বুকে
ভাবল মনে— ‘আহা কত মিষ্টি আঙুর ফল
এমন জিনিস দেখলে জিভে কার না আসে জল
দেখতে যেমন সুন্দর তার তেমনি রঙের বাহার
বরাত জোরে জুটল বুঝি মনের মতন আহার
খেতেই হবে গাছের ডালে যত আঙুর আছে’
এই না ভেবে লোভী শেয়াল গেল গাছের কাছে।
দেখল শেয়াল ঝুলছে আঙুর মাথার ওপর তার
কিন্তু এতই উঁচু যে তার নাগাল পাওয়াই ভার
কায়দা করে আঙুর খাবার করল অনেক চেষ্টা
করল অনেক লম্ফ ঝম্ফ ব্যর্থ হল শেষটা
অনেকরকম ফন্দিফিকির করেও কিছুতেই
বুঝল শেয়াল আঙুর পাবার কোনওই আশা নেই
শেয়াল তখন বললে রেগে ‘আমিই আসল বোকা
মুগ্ধ হলাম ঝুলতে দেখে আঙুর থোকা থোকা
ও ফল ভীষণ বিস্বাদ আর বেজায়রকম টক
আজ থেকে তাই ত্যাগ করলাম আঙুর খাওয়ার শখ’।