চিত্র: কমলাকান্ত পাকড়াশী
গুপ্তিপাড়ার গুপি:
বলছি চুপি চুপি,
খিদে পেলেই ডিগবাজি খায়
মাথায় পরে টুপি!
দু:খ হলে মনে―
দাঁড়িয়ে ঈশান কোণে,
চশমা এঁটে নাকের ডগায়
শূন্যে তারা গোনে!
আবার খুশি হলে,
তার নিজের কানটা মোলে,
আর দুপুর রোদে টাঙিয়ে দড়ি
উপুড় হয়ে ঝোলে!
হয় যদি রাগ তার,
সে বন্ধ ক’রে দ্বার
‘কুজ্ঝটিকা’ বানান লেখে
সাতশো সাতাশ বার!
গুপির মতো ছেলে
ভাগ্য করেই মেলে―
শিকে’ তুলে রাখব তাকে
হাতের নাগাল পেলে।।