চিনা গবেষকরা একটি নরখুলি তুলে ধরেছেন যেটি নাকি একটি সম্পূর্ণ নতুন প্রজাতির মানুষের হতে পারে।
গবেষকের দল বলছেন যে, এই প্রজাতির মানুষ নিয়েনডার্থাল ও হোমোইরেকটাস প্রজাতির মানুষের সঙ্গে সম্পর্কিত।
এই নরখুলিটি এক লক্ষ ছেচল্লিশ হাজার বছর (১,৪৬,০০০) আগেকার এক প্রজাতির মানুষের, যারা থাকত পূর্ব এশিয়ায়। এই প্রজাতির নাম তারা দিয়েছে ‘ড্রাগন ম্যান’।
ইংল্যান্ডের মানব-বিবর্তনের অধ্যাপক ক্রিস স্ট্রিংগার বলছেন, ‘গত দশ লক্ষ বছরের যত ফসিল পাওয়া গেছে, তার মধ্যে এই আবিষ্কারটি ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানে যেটা দেখার বিষয় সেটা হল, এই প্রজাতির মানুষেরা কিন্তু আমাদের মতো হোমো সেপিয়েন হওয়ার দিকে যাচ্ছে না। এরা অন্য প্রজাতির মানুষ, যাদের ধারা একসময় হাজার বছর ধরে পৃথিবীর বুকে ছিল, কিন্তু একসময়ে তা বিলুপ্ত হয়ে গেল।’
এদের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে হোমো লঙ্গি (homo longi)। চাইনিজ ভাষায় লঙ্গি শব্দের অর্থ ‘ড্রাগন’।
এই ড্রাগন মানুষদের আবিষ্কারের পর মানব-বিবর্তনের ইতিহাস, নতুন করে লিখতে হবে বলেই দাবি করছেন গবেষকরা।
ঋণ: BBC News