Categories
পুজোর খাতা ২০২৪ |

তোর জন্য

77 |
Share
| ২ অক্টোবর, ২০২৪
তন্ময় ধর

চিত্রবিন্যাস/ কমলাকান্ত পাকড়াশী

ছোট্ট গাছের দুষ্টু পাতায়
রোদের ঝিলিক এঁকে
রূপকথা-রঙ পাখির ডানায়
টি-টি-টুইট ডেকে

রামধনু-রঙ বৃষ্টিকণায়
একটুখানি খেলে
কুসুম কুসুম আলোর পথে
আলতো নয়ন মেলে

ব্রহ্মকমল ফোটার পথে
তুষারকণার ঘরে
নীহারিকায় আলোয় মাখা
অচিন পথের স্বরে

তারায় তারায় গল্প বুনে
একটুখানি হেসে
রাঙা মেঘের ঘুম ভাঙিয়ে
সূর্য-দীঘল দেশে

ভিজিয়ে দিলি সপ্তসাগর
জলঝিনুকের বুকে
কুড়িয়ে পাওয়া অনন্তকে
কেউ তো রাখুক টুকে!