Categories
পুজোর খাতা ২০২৪ |

দুই বেচারা

85 |
Share
| ৬ অক্টোবর, ২০২৪
মেঘদূত অঙ্কন

চিত্রঋণ/ ইন্টারনেট

সিংহটাকে বসিয়ে পাশে বললে অসুর হাই তুলে,
স্বর্গ থেকে মর্ত্যে আসতে গেলুম নিজের নাম ভুলে!
বয়স তো আর কম হল না, কতই বা আর খাটব বল?
দুগ্গা মায়ের লাগেজ টেনে এই বুঝি হয় রক্ত জল!
সিংহ বললে, ঠিক বলেছ! আমিও কি আর ক্লান্ত কম?
দুগ্গা মাকে বসিয়ে পিঠে ছুটতে ছুটতে বেরোয় দম!
তার উপরে বাতের ব্যামো, পাঁচন খেয়েই মরছি ভাই!
পুজোর সময় চাইব ছুটি তারও কোনও উপায় নাই!
অসুর বললে, করবি কী আর! তার চে’ বরং ঘুমোই আয়,
উঠব না হয়, পুরুত যদি মন্ত্র পড়ে ঘুম ভাঙায়!
এসব শুনে বললে দুগ্গা, ফাঁকির একটা শেষ থাকে–
কেউ ভেবেছে মর্ত্যে এসে সিংহ, অসুর নাক ডাকে?
কোথায় তোরা লড়বি দু’জন, তা নয়, শুধুই হাই তুলিস!
ওমনি অসুর লাফিয়ে উঠে চিল্লে বলে, আব্বুলিশ!
লড়াই আমরা করতে রাজি তার আগে চাই লস্যি, দই
সেসব খেয়ে শক্তি পেলেই লড়াই করে ধন্য হই!