Categories
কাব্যছড়াগঞ্জ |

পরিণতি

685 |
Share
| ১৭ নভেম্বর, ২০২০
কমলেশ কুমার

এঁকেছেন: প্রমিত নস্কর, আনন্দমার্গ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র, পূর্ব মেদিনীপুর

আমাদের নেই স্বপ্ন দেখার দাম
ঠিকানা হারিয়ে গোলমেলে ভাবনায়
কাগজের কুচি গিয়েছে সুদূরে ভেসে
সাজানো বাগান লহমায় ভেঙে যায়

কবিতার ছিল রূপকথা ঘেরা দিন
মায়ের কোলেতে দত্যি দানোর রাত
তেপান্তরের সন্ধানী পথে তাই
এখন জমেছে আলোকিত সংঘাত

কিশোরবেলার উদ্যত মোহনায়
বজ্র কঠিন দারুণ ঝড়ের টান
সাপ লুডো আর রঙিন ঘুড়ির রাশি
ধিকিধিকি পুড়ে ছাই, ম্রিয়মাণ

ফুলের সোহাগে মেতে ওঠা ছেলেবেলা
হারিয়েছে, বেঁচে নিঃসীম চরাচর
ধূসর আকাশে মেঘেদের আনাগোনা
ঘুণধরা মন রোবট অতঃপর