Categories
প্রকৃতির ডাকঘর |

মরুভূমির গান

522 |
Share
| ৬ সেপ্টেম্বর, ২০২১
শ্রমণা বসু

বিজ্ঞাপনে কর্মরত ও বেতারকর্মী

চিত্র: Wikipedia

গান গাইতে বা গান শুনতে কার না ভাল লাগে! গান শুনলে যেমন মন ভাল হয়ে যায়, তেমনই গলা ছেড়ে গান গাইলেও মন হয় হাল্কা। তাই বোধহয় সুর ছড়িয়ে রয়েছে সর্বত্র― মানুষ বা পশুপাখিদের জীবনে তো বটেই, সুর ছড়িয়ে রয়েছে প্রকৃতিতেও। প্রকৃতিও গান গায়! বিশ্বাস হচ্ছে না?

সারা পৃথিবী জুড়ে যত মরুভূমি রয়েছে, সেই মরুভূমির বালির কিন্তু নিজস্ব সুর আছে। কীরকম? ক্যালিফর্নিয়া থেকে শুরু করে আফ্রিকা, চীন থেকে শুরু করে কাতার― এইসব মরুভূমির বালিয়াড়িতে শুনতে পাওয়া যায় এক রকমের সুর যা বেশ গভীর! হঠাৎ কানে এলে মনে হয় দূরে কোথাও কোনও সুর বাজছে বা গ্রেগরিয়ান মন্ত্রপাঠ করা হচ্ছে। অনেকক্ষণ চোখ বুজে শুনলে মনে হয় এক জায়গায় অনেকগুলো মৌমাছি একসঙ্গে ভোঁ ভোঁ করছে!

একটি সমীক্ষায় জানা গেছে যে বালিকণার আকৃতি ও হাওয়ার গতিবেগের ওপর নির্ভর করে এই সুরের মূর্ছনা। তাই এক এক জায়গার সুর এক এক রকম। কিন্তু বিজ্ঞানীরা এখনও বুঝে উঠতে পারেননি যে হাওয়ায় উড়ন্ত বালি কেন সুরের মতো শোনায়! তাই মধুর এক রহস্য হয়েই রয়ে গিয়েছে এই বালির গান।

ঋণ: nationalgeographic.com; treehugger.com