Categories
অদ্ভুতপুর |

মৃত্যুর ছায়া

635 |
Share
| ৫ ফেব্রুয়ারী, ২০২১
শম্ভুনাথ চট্টোপাধ্যায়

কবি

চিত্র সৌজন্য: সুধাকর বনিয়া, ইউ টিউব

কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায় একটি সাক্ষাৎকারে বলেছেন, মৃত্যুর অস্তিত্ব বুঝতে পারি আমি। আমার জীবনে এরকম ঘটনাও ঘটেছে কয়েকবার। ঢাকুরিয়া থেকে একদিন ট্রেনে শিয়ালদহ আসছি, সঙ্গে শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। আমার সামনের সিটে একটি যুবক বসে পান খাচ্ছে। হঠাৎ ছেলেটির কপালে একটি কালো দাগ, ব্ল্যাকটেপের মতো, আমার চোখের সামনে দৃশ্যমান হল। আমার ভেতর থেকে কে যেন বলে উঠল, ছেলেটি এখুনি মারা যাবে। ট্রেন যখন পার্ক সার্কাস স্টেশন গ্যালপ করছে, ছেলেটি সিট ছেড়ে উঠে ট্রেনের দরজা থেকে মুখ বাড়িয়ে পানের পিক্ ফেলতে গেল এবং লাইনের ধারে একটি লোহার অ্যাঙ্গেলে বাড়ি লেগে সাথে সাথে মারা গেল।

আমার মায়ের মৃত্যুও আমি একইভাবে বুঝতে পেরেছিলাম। সব থেকে দুঃখজনক ঘটনা হল, আমার কনিষ্ঠপুত্র জন্মাবার পর তার কপালেও ওই মৃত্যুর ছায়া দেখলাম এবং সেই শিশু পরের দিন টিটেনাসে আক্রান্ত হল এবং মারা গেল।

ঋণ: উবাচ, সাক্ষাৎকার