চিত্রবিন্যাস/ কমলাকান্ত পাকড়াশী
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে
যাব অচিনপুর,
ভাবছ কোথায় সে দেশ আছে
নয়তো বেশি দূর।
মেঘমুলুকের ওপাশ দিয়ে
দুধসাগরের কাছে,
ওই যে সেথায় মেঘের ভেলায়
চাঁদ তারারা আছে।
চাঁদের বুড়ি থাকে সেথায়
রূপকথাদের গল্প,
ক্ষীরের পাহাড় মিষ্টি লজেন্স
পেতেও পারো অল্প।
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে
যেদিন তুমি যাবে,
অচিনপুরের দেশটা কেমন
দেখতে ঠিকই পাবে।