Categories
কাব্যছড়াগঞ্জ |

সাগর

613 |
Share
| ১৯ অক্টোবর, ২০২০
সুমন ঘোষ

অলংকরণ: কুশল ভট্টাচার্য

জল ছিল না কল ছিল না
আর ছিল না বাড়ি
গ্রামের পরে গ্রামের মরণ
এমন মহামারি

কূল ছিল না স্কুল ছিল না
অন্ধ দুটি চোখে
মানুষ বড় প্রাচীন ছিল
ছদ্মবেশী শোকে

পথ ছিল না মত ছিল না
রৌদ্র চলাচলও
পিদিম-জ্বলা মেয়ের জীবন
অশ্রু ছলোছলো

এমন সময় তিনি এলেন। এমন সময় তিনি—
সঙ্গ দিলেন বঙ্গভাষার—হরিৎ প্রবাহিনী

এমন সময় চোখের আলো
জোনাক ঝিকিমিকি
‘বেতালপঞ্চবিংশতি’ আর
আগুন ধিকিধিকি

দানদখিনা। মধুসূদন।
ছয়সহস্র কড়ি
বেদবা-দের আবার বিয়ে
জ্যোৎস্না ভরি-ভরি

সে-জ্যোৎস্নাতে দু’শো বছর
বর্ণমালার জাগর
আমরা সবাই পুকুর,ডোবা
তিনিই কেবল সাগর!

[শুভ জন্মদিন শ্রী ঈশ্বরচন্দ্র শর্ম্মা। প্রণাম, আপনাকে।]