এঁকেছেন: পৃথা নস্কর, পাঁশকুড়ার অন্তর্গত পূর্ব শুকুতিয়া গোপাল কৃষ্ণ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী
দুগ্গা ঠাকুর মণ্ডপে ভিড়
তিনটি চোখের মেয়ে
দুগ্গা ঠাকুর জ্বালায় সবাই
অনেক কিছু চেয়ে।
দশটি হাতে দায়িত্ব মা
পালন করো সব
দুগ্গা ঠাকুর, ঠাকুর তুমি
দেহি দেহি স্তব!
দুগ্গা ঠাকুর মাথা ব্যথা?
তোমার এত কাজ!
ছেলেপুলে ঘরসংসার
সামলে তবে সাজ।
কোন ভোরে মা ওঠো তুমি
কখন শুতে যাও?
দুগ্গা ঠাকুর কে বলবে
দু’মুঠো খুদ খাও . . .
তিনটি নয়ন দশটি হাতে
ঘাম তেলের ওই মুখ
সব দুঃখ দূরে ঠেলে
দুগ্গা তোমার সুখ!
দুগ্গা ঠাকুর, সবাই তোমায়
ঘরের মেয়ে বলে . . .
ঘরের কোণে পিদিম বাতি
কন্যে সম জ্বলে!
দুগ্গা ঠাকুর, মা তুই আমার
এবার শুতে যা
ক্লান্ত লাগে মুখখানি তোর
রক্তরাঙা পা!