Categories
কাব্যছড়াগঞ্জ |

ঘুরছে যারা, পড়ছে কারা

519 |
Share
| ১০ জানুয়ারী, ২০২১
সৌম্যজিৎ আচার্য

এঁকেছেন: অংশিকা সরকার, তৃতীয় শ্রেণী

নামেমাত্র মাস্ক মুখে
ফেরে বাড়ি বিড়ি ফুকে

কিংবা যে কপাল ঠুকে
রেস্তোরাঁতে খাচ্ছে ঢুকে

দুটো পেটুক, দুটোই পাজি
যা ফিরে যা ধরবে আজি

করোনাকে চিনিস নাতো
ঘ্যাঘাসুরের ভাই মামাতো

হঠাৎ যদি হামলে পড়ে
চোদ্দটা দিন থাকবি ঘরে

যা ছুটে যা, বাড়ি পালা
পুলিশ কোথা, আচ্ছা জ্বালা

ধর ওদের কলার চেপে
ঘা কত দে, মেপে মেপে—

কথায় কথায় বেরয় যারা
করোনাতে ভুগবে তারা

চুপটি করে পড়ার ঘরে
বইটি নিয়ে যে-জন পড়ে

তার ঘরেই আকাশ তারা
নৌকা, মাঝি, সুর-দোতারা

তার ঘরেই নদীর জলে
শীতের দুপুর পদ্য বলে

সেই ঘরেতেই শস্য ক্ষেতে
চড়াই, টিয়া আঁচল পেতে

হরেক রকম গল্প বোনে
কেউ জমায়, কেউবা শোনে

সে ঘরেতেই অনেক আলো
পড়ছে যারা, তারাই ভাল