এবার আসা যাক, তাঁর স্কেচ ও নোট বই-এর কথায়, যে ব্যাপারে আমরা আগে বলেছি। তাঁর অসংখ্য স্কেচ ও অ্যানাটমির ড্রয়িং-এর মধ্যে থেকে উদাহরণ হিসাবে একটা ছবি আমরা আলোচনা করব। ‘ভিট্রুভিয়ান পুরুষ’ লিওনার্দোর এমনই একটা স্কেচ যা ছিল মানুষের শরীরের অনুপাত সম্পর্কে স্টাডি। আনুমানিক ১৪৯০ সালে আঁকা এই স্কেচটি খ্রীষ্টপূর্ব প্রথম শতাব্দীর রোমান লেখক ও স্থপতি মার্কাস ভিট্রুভিয়াস পোল্লিওর অনুপ্রেরণাজাত। ছবিটি একদিকে যেমন তাঁর অসাধারণ ড্রয়িং ক্ষমতার প্রমাণ, অন্যদিকে তেমনি গণিত শাস্ত্র, বিশেষত জ্যামিতির সঙ্গে আর্টের ঘনিষ্ঠ সম্পর্কের কথা মনে করায়।
কিন্তু তাঁর সমস্ত কিছুর মধ্যেই একটু রহস্য থাকার কথা, এখানেও আছে। স্কেচটির উপরে ও নীচে যে লেখাগুলি দেখছি সেগুলি কোন্ ভাষায় লেখা সহজে বোঝা যায় না। ওটি আসলে ডানদিক থেকে বাঁদিকে লেখা উল্টো হরফে ইতালিয় ভাষা, যা পড়তে গেলে আয়নার সাহায্য নিতে হবে। তিনি এরকম উল্টো হরফে লিখতে (mirror writing) অত্যন্ত দক্ষ ছিলেন। হয়ত তিনি বাঁহাতি ছিলেন বলেন এইভাবে লেখার দক্ষতা আয়ত্ত করেছিলেন। কিন্তু কেন এভাবে লিখতেন, তা সত্যিই রহস্যময়। তিনি চেয়েছিলেন তাঁর এই বিস্তৃত নোট বই আকারে একদিন প্রকাশ করবেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। বহু পাতাই সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। তবুও যা থেকে গেছে তা শিল্পী, গবেষক ও রসগ্রাহীদের কাছে অমূল্য সম্পদ।