Categories
কাব্যছড়াগঞ্জ |

ঘুমপাড়ানী আয়

398 |
Share
| ১০ জুন, ২০২১
আমীরুল ইসলাম ফুআদ

চিত্র: কমলাকান্ত পাকড়াশী

কোথায় গেলি ঘুমপাড়ানী
জলদি করে আয়,
খোকার চোখে নাই দেখি ঘুম
ঘুমপাড়াবি আয়।

ঘুমের ঘরে করবি গল্প
সোনা মণির সন,
তোর আলাপে ভরে যাবে
ছোট্ট খুকির মন।

ঘুমের ঘরে দোল খাওয়াবি
ভাঙবে খুকির মান,
ঘুমায় যাবে শুনে খুকি
ঘুমপাড়ানী গান।