চিত্র: সৌম্যেন সরকার
সাতসকালে সুরের পাখি
মিষ্টি সুরে ডাকে,
সে ডাক শুনে মন উড়ে যায়
সবুজপাতার ফাঁকে।
পড়ালেখা ভাল্লাগেনা
মন থাকে না ঘরে,
ইচ্ছে করে পাখির মতো
ডাকি মিষ্টি স্বরে।
পাখির সাথে পাল্লা দিয়ে
সারাটা দিন চলি,
ইচ্ছে করে এমন শুধু
কাকে এটা বলি।