চিত্র: সৌম্যেন সরকার
মেঘের মুলুক বাড়ি তোমার
কাব্যে তোমার বাস,
বৃষ্টি হয়ে নামো যখন
কাটে রাত্রি মাস।
মেঘের মাঝে রঙের ধনু
ছড়ায় যখন বাহার,
গল্প বলা কত লোকে
কলম চালায় তাহার।
কালো মেঘে নামে বৃষ্টি
আকাশ ভাসে তখন,
সাদা খাতায় কথার ঝুরি
লেখে সবাই যখন।
পেঁজা তুলোর মতো মেঘে
স্মরণ করায় শরৎ,
শারদ সংখ্যা সেজে ওঠে
জমে লেখার পরত।
বছর শেষের ঠান্ডা জমে
মেঘের মুলুক পরে,
শীতের কথন বইমেলায়
বই ভক্তের তরে।