চিত্র: সৌম্যেন সরকার
জ্যৈষ্ঠে আবার এলো
মধু মাস ফিরে,
টসটসে রস ফল
মনটাকে ঘিরে।
আম জাম কাঁঠালের
শুধু ছড়াছড়ি,
মধু মাসে ঘর দোরে
করে গড়াগড়ি।
ফলে ভরা মধু মাসে
লিচু জামরুল,
তরমুজ আনারস
খেতে তুলতুল।
জ্যৈষ্ঠে আবার এলো
মধু মাস ফিরে,
টসটসে রস ফল
মনটাকে ঘিরে।
আম জাম কাঁঠালের
শুধু ছড়াছড়ি,
মধু মাসে ঘর দোরে
করে গড়াগড়ি।
ফলে ভরা মধু মাসে
লিচু জামরুল,
তরমুজ আনারস
খেতে তুলতুল।