Categories
ইতিহাসতলা |

প্রাচীন হাড়ে প্লেগের চিহ্ন

418 |
Share
| ৩০ জুন, ২০২১
প্রশান্ত সোম

চিত্র সৌজন্য: sciencenews.org

ল‍্যাটভিয়ায় আবিষ্কৃত হল একটি কঙ্কাল যার খুলিতে, হাড়ে ও দাঁতে পাওয়া গিয়েছে প্লেগের জীবাণু।

এর আগে স্ক‍্যানডিনেভিয়ায় পাওয়া গিয়েছিল একটি গণকবর। সেইখানকার কঙ্কালের ওপর টেস্ট চালিয়ে জানা গিয়েছিল যে কঙ্কালগুলো ৫০০০ হাজার বছর পুরনো এবং সেই মানুষগুলোর মৃত‍্যু হয়েছিল প্লেগে। কিন্তু এটা আরও পুরনো।

‘এখনও পর্যন্ত পাওয়া এটাই পৃথিবীর সবচেয়ে পুরনো কঙ্কাল, যেটিতে প্লেগের জীবাণু পাওয়া গিয়েছে’ বলেছেন জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক ড: বেন ক্রাউসে-কায়োরা। এই কঙ্কালটি ৫,৩০০ বছর পুরনো।

গবেষকরা এই কঙ্কালটির দাঁত পরীক্ষা করে অবাক হয়েছেন। এটি একটি ২০-৩০ বছরের পুরুষের, যারা ছিল শিকারিপ্রজাতির। এরা চাষবাস করত না।

ড: ক্রাউসে-কায়োরা বলছেন, ‘খুব সম্ভব এই ছেলেটিকে একটি ইঁদুর কামড়েছিল― যার ফলে সে Yersinia pestis ― প্লেগকারী এই জীবাণুটির সংস্পর্শে আসে এবং মারা যায় কয়েক দিন পর― বা কয়েক সপ্তাহ পর― সেপটিক শকে।’

গবেষকরা বলছেন, প্লেগের এই স্ট্রেনটির চেয়েও প্রাচীন একটি স্ট্রেনের উৎপত্তি হয়েছিল, প্রায় ৭০০০ হাজার বছর আগে, যখন মধ‍্য ইউরোপে চাষবাস সবে শুরু হয়েছে।

ঋণ: BBC News, sciencenews.org