Categories
প্রকৃতির ডাকঘর |

বিরলতম বিদ‍্যুৎ আলাস্কায়

418 |
Share
| ১৯ জুলাই, ২০২১
তরঙ্গিনী সাহা

এটা প্রতীকী ছবি। চিত্র সৌজন্য: Wikipedia

১২ জুলাই, ২০২১ সোমবার, আলাস্কার বরফে ঢাকা সমুদ্রের ওপর একটি অতি বিরল বিদ‍্যুতের দেখা পাওয়া যায়। প্রুধো বে (Prudhoe Bay) নামক একটি সমুদ্রাঞ্চলের ওপর এই দৃশ‍্য দেখা যায়।

এই বজ্রবিদ‍্যুৎ এতটাই বিরল যে এটা কুড়ি বছরে একবার কি দু’বার দেখা যায়।

বিজ্ঞানীরা সতর্ক করছেন যে উষ্ণায়নের ফলে এই শতাব্দীর শেষে সারা পৃথিবীতে ভয়াবহ বজ্রবিদ‍্যুৎ, বন‍্যা, পাহাড়ি ধ্বস, দাবানল প্রভৃতি বেড়ে যাবে। কতটা বাড়বে? এখনকার চেয়ে তিনগুণ বেশি।

একটি নতুন সমীক্ষা বলছে, ২১০০ সালে পৃথিবীতে বৃষ্টিপাত বেড়ে যাবে ৩৭%।

ঋণ: Arctic Today