চিত্র: Pixahive.com
মেঘমুলুকে ভাসিয়ে আমার
মনপাখিটার পাখা,
আকাশগাছে খুঁজে পেলাম
হারিয়ে যাওয়া শাখা।
যে শাখাতে পাতায় পাতায়
স্বপ্ন শত শত,
ভালোবাসার মেঘের ছোঁয়ায়
জাগছে অবিরত।
দু’চোখ ভরা নীল কাজলে
জাগছে কত মায়া,
সৃষ্টি সুখের উল্লাসে আজ
উধাও ক্লান্তি ছায়া।
আসছে ফিরে কিশোর বেলা
মেঘমুলুকের হাঁকে,
হারিয়ে যাওয়া সবুজ পাখি
ওই দ্যাখো আজ ডাকে।