নাকে নিয়ে নস্যি
নাচে এক দস্যি
দস্যির পড়শি
একহাতে বঁড়শি
বসে আছে মগ্ন
বনসংলগ্ন
চুপচাপ পুকুরে
পুকুরের মুকুরে
ধপধপে দুকুরে
ছবি ভাসে আস্ত
জলে-জলে ভাসত
হিহি করে হাসত…
তারপর সর্দি
সর্দির ছোড়দি
তাকে দুটো ভোর দিই
হাঁচি তার সঙ্গী
কী ভীষণ জঙ্গি
পড়ে তার কবলে
ধরাশায়ী সবলে
সবলের ছোড়দা
ভয়ানক গোর্দা
তিনি আসা মাত্র
বললেন, ছাড় তো
সব্বাই গোহারা
স্থূল থেকে দোহারা
গলে সব জলীয়
সব হার দলীয়
হেরে হেরে হন্যে
সব হীনমন্যে
জুটি বেঁধে সখ্য
ছোড়দাই লক্ষ্য…
ধড়িবাজ ধূর্ত
পৃথিবীকে খুঁড়ত
খুঁড়ে-খুঁড়ে পাতালে
পাতালের দাঁতালে
এনেছিল নস্যি
হাঁচি তার পোষ্যি
সেই থেকে হ্যাঁচ্চো
ছোড়দা তো ঘ্যাঁচ্চো
ফ্যাঁচ্চো ফ্যাঁচ্চো…
দস্যু বা দস্যি
সকলেই নস্যি
নইলে তো পণ্ড
সব অপোগণ্ড
লণ্ড ও ভণ্ড…
আর যারা শান্ত
যত উদ্ভ্রান্ত
তারা নাকি জানতো
হাঁচি বড় ছোঁয়াচে
যেখানেই ও আছে
গোলমেলে কীর্তি
দেখি পথ-ফিরতি
বনসংলগ্ন
পুকুরটি ভগ্ন
আর সেই পড়শি
ছুঁড়ে ফেলে বঁড়শি
হেঁচে হেঁচে ক্লান্ত
হাঁচি দুর্দান্ত
দুনিয়ার দস্যি
তার কাছে নস্যি…
ঢকঢক লস্যি
টকটক গ্রীষ্ম
হাঁচি ভেঙে নিয়ে এসো
এইসব দৃশ্য!