কৃতজ্ঞতা/ ইন্টারনেট
অনেক দূরে বোম্বে শহর, সেইখানে এক ছেলে,
আনন্দে হয় আত্মহারা ব্যাটটি হাতে পেলে।
সেই ছেলেটা গলির ভেতর যেই মেরেছে চার,
রানের জোয়ার তার থামাতে কেউ পারে না আর।
সেই ছেলেটা আবার ব্যাটে, বল উড়ে যায় ছয়,
ক্রিকেট খেলে ডাঁটের মাথায়, পায় না মোটে ভয়।
সেই ছেলে হয় অনেক বড়ো, গলিয়ে দেশের জামা,
সবার খুশির বাঁধ ভেঙে যায়, যেই মাঠে তার নামা।
সবাই বলে,“শচীন,শচীন” চায় শুধু তার সঙ্গ,
ক্রিকেট মাঠে দেখতে ছোটে, দিল্লি থেকে বঙ্গ।
একের পর এক বল উড়ে যায়, সেঞ্চুরি যেই করে,
গর্বে দেশের তেরঙ্গাটাও, হাওয়ায় ভীষণ নড়ে।
একশো খানা একশো যে আর, কে করেছে কবে?
হাজার জন্ম পার হলে ভাই, একটি শচীন হবে।
যদিও তিনি আজ রিয়াটার্ড, মনটা বলে তবু,
আরেকটিবার নামবে মাঠে, আরেকটিবার প্রভু?