Categories
পুজোর খাতা ২০২৪ |

মামদো ভূতের মাসি

71 |
Share
| ৩০ সেপ্টেম্বর, ২০২৪
পার্থপ্রতিম সিংহ

হাঁ-হাঁ-হিঁ-হিঁ হাসছে কে?
মামদো ভূতের মাসি!
আমড়া গাছে থাকে সে
বাজায় রাতে কাঁসি।

খপ্পরে তার পড়লে পরে
জীবন হবে মাটি।
মটাস্ করে মুড়বে ঘাড়!
চটাস্ করে চাঁটি।।