Categories
পুজোর খাতা ২০২৪ |

তোমার প্রিয়জন

73 |
Share
| ৩০ সেপ্টেম্বর, ২০২৪
জয়শ্রী কুন্ডু পাল

চিত্রবিন্যাস/ কমলাকান্ত পাকড়াশী

নীল আকাশে দেখছো যত তারা
সবাই কী আর সত্যি তারা নাকি!
তোমার-আমার যত প্রিয়জন
তারা হয়ে দিয়েছে বিষম ফাঁকি।

সকাল হলে ঘুমিয়ে পড়ে তারা
ধূসর-রঙা ওই চাঁদোয়ার তলে,
তখন তাদের নাইবা গেল দেখা
তাই বলে কি যায় রে সবাই চলে?

দিন গড়িয়ে সন্ধে নামে যেই
একটি একটি ফুটতে থাকে তারা;
গভীর রাতে সবাই হাজির থাকে
মাটির পানে তাকিয়ে সবাই সারা।

তারাও খোঁজে কোথায় আপনজন
ধরার পানে পলকটি না ফেলে
তুমি যদি তাকাও আকাশ পানে
দেখবে তারাও এক নিমেষে চেয়ে।

সকাল হলেই চোখটি বুজে সবাই
লুকিয়ে ফেলে তাদের সোনা রঙ,
পারবে না তো বুঝতে মোটেও তুমি-
কোন তারাটি তোমার প্রিয়জন!