Categories
পুজোর খাতা ২০২৪ |

পুজোর ছুটি

77 |
Share
| ১ অক্টোবর, ২০২৪
বিজন মজুমদার

চিত্রবিন্যাস/ কমলাকান্ত পাকড়াশী

পুজোর ছুটি পড়লে এবার
থাকব না তো ঘরে
পাহাড়ি ফুল দেখতে পেলে
নেব আপন করে।

কবে থেকেই ডাকছে সাগর
আয়রে ছুটে আয়
তোমরা বলো সেথায় যেতে
কার মন না চায়?

জলজঙ্গল সেও তো ডাকে
স্বপ্ন যখন দেখি
ঘুরছে সেথায় ডোরাকাটা
বাঘমামা যে একি!

মরুভূমির মরূদ্যানের
স্বপ্ন দেখি চোখে
উটের পিঠে যাচ্ছি আমি
কে আর বলো রোখে!

তাই তো বলি মা দুর্গা
দাওনা দুটি ডানা
উড়ে উড়ে দেখব আমি
যা আজও অজানা!