রাঙা পথ গেছে বাউলের পায়ে এঁকেবেঁকে ডাঁয়ে বাঁয়ে
মেঠো পথ গেছে সুদূরে হারিয়ে অজানা কোন সে গাঁয়ে।
পিচ ঢালা পথ নিশ্চুপে শুয়ে চাক-বাঁধা বুকে ভার
ব্যস্ততা মাখা দিন রাত তার দারুণ যন্ত্রণার।
ফুটপাতগুলো বেদখল হয়ে লোক যাতায়াত বন্ধ
গলিপথ সব দিশাহারা প্রায় হয়ে গেছে ক্রমে অন্ধ।
পাহাড়ের বুকে পাকদন্ডী বাঁক ফেরতের পর
এগোতেই থাকে উপরের দিকে ক্রমশ নিরন্তর।
চাষীভাই ফেরে আলপথ ধরে সারা গায়ে ধুলো কাদা
সততার পথে খুঁজে পেয়েছে সে জীবনের মর্যাদা।
দৈবের পথে কারো বিশ্বাস কেউবা ভেবেছে আর
লড়াইয়ের পথে বুঝে নেবে ঠিক নিজেদের অধিকার।
বাঁকা পথে কেউ উন্নতি করে মন্দতে মাখা আলো
মর্যাদাহীন বৈভব তার সাজানো সে জমকালো।
ধর্মের পথ স্বর্গতে মেশে, মুক্তির পথ বুকে
শান্তির পথ খুঁজে পেলো যারা থাকল আপন সুখে।
পথ ঘোরাঘুরি শেষ হয়ে গেলে ছায়া পথে ফিরে যাওয়া
কানাকড়ি সব রয়ে যায় পথে, রয়ে যায় চাওয়া পাওয়া।