Categories
পুজোর খাতা ২০২৪ |

কবির মতন

94 |
Share
| ৫ অক্টোবর, ২০২৪
দীনেশ সরকার

ছবি/ ইন্টারনেট

নাই বা হলাম কবি আমি, নাই বা মানিক রতন,
আমার কিন্তু মন আছে এক ঠিক কবিরই মতন।
প্রজাপতি যখন উড়ে বসে ফুলে ফুলে
মনটা আমার কবির মতোই অমনি ওঠে দুলে।

ভোর না হতেই পাখি যখন গাছে গাছে ডাকে,
কবির মতন আমার তখন কানটা খাড়া থাকে।
যাই হারিয়ে পাখির সুরে কোন সে অচিন দেশে
সম্বিত ফেরে মা ডাকে যেই ঘরের দোরে এসে।

কিংবা যখন পূবের বাতাস হানা দেয় সে ভোরে
ঢুকতে ঘরে মনখুশিতে আছড়ে পড়ে দোরে।
কিংবা যখন জানালাতে রোদের কুচি আসে,
মনটা আমার কবির মতোই খুশির ভেলায় ভাসে।

জানলা দিয়ে হাত বাড়িয়ে যখন আকাশ ডাকে
তখন কি আর পড়ার পাতায় মনটা বাঁধা থাকে?
মনের আগল যেই খুলে দিই মন ছুটে যায় দূরে
কবির মতোই মন ভেসে যায় অথৈ সমুদ্দুরে।

তা বলে কি রোজই আমি পড়া বাকি রাখি?
কিংবা আমি লেখাপড়ায় দিচ্ছি শুধুই ফাঁকি?
কক্ষণো না, ঠিকই পড়ি যখন সময় পাই,
কবির মতন একটু শুধু ভাবুক হয়ে যাই।