চিত্রবিন্যাস/ কমলাকান্ত পাকড়াশী
আঁকছি দেখো উপত্যকা
আঁকছি দেখো নদী,
আঁকব সাথে মেঘও, তুমি
সূর্য আঁকো যদি।
আঁকছি দেখো পাখির ঝাঁক আর
আঁকছি গাছের সারি,
তারই মাঝে দাও না এঁকে
ছোট্টটি এক বাড়ি।
পিছন দিকে বরফ পাহাড়
সামনে যে মাঠ ন্যাড়া,
দাওনা ভরে ফুল দিয়ে আর
বসিয়ে ক’টা ভেড়া।
গাছের পাতায় সবুজ, হলুদ
আকাশ ভরা নীলে,
বসুক কিছু বক এসে নয়,
তোমার আঁকা ঝিলে।
রয়েছে যত রং পেন্সিল
ব্যাগ থেকে বার ক’রে,
এমনি করেই আঁকার খাতা
সবটা ফেলো ভ’রে।