Categories
রূপকথাহাটি |

ময়ূর আর ময়ূরীর গল্প

974 |
Share
| ২৬ সেপ্টেম্বর, ২০২০
সৌভিক গুহসরকার

সাহিত্যকর্মী

অলংকরণ: I. Khmelnitsky

ময়ূরের সঙ্গে ময়ূরীর বিয়ে হল। রাতে মহাভোজ। তাই সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত ময়ূর পালক দিয়ে খুব সুন্দর করে সাজল! বর বলে কথা! এদিকে ময়ূরী দেখল যে বিয়ের জন্য সবকিছুই প্রস্তুত। সে ভাবল, রাতের মহাভোজের তো অনেক দেরি, তাই এত হুড়োহুড়ি করে লাভ নেই। সাজগোজ করার জন্য অনেকটাই সময় রয়েছে।

কিন্তু ঠিক দুপুরবেলা, ময়ূর তার লোকজন নিয়ে এসে হাজির হল। সে ময়ূরীকে নিয়ে যেতে এসেছে। কিন্তু তখনও ময়ূরীর সাজগোজ হয়নি। সে ময়ূরকে বলল, আমি তো এখনও তৈরি হইনি। তোমরা একটু অপেক্ষা কর, আমি সাজগোজ সেরে নিই। এই কথা শুনে ময়ূর বলল, তোমাকে তো আমি এমনিই খুব ভালবাসি। তোমার সাজগোজ করার কোনও দরকার নেই। এই কথা শুনে ময়ূরী আর সাজগোজ করল না। তার পালকও লাগানো হল না।

আর তাই, ঠিক সময়ে সাজগোজ না করার জন্য, ময়ূরীর পালক থাকল না। শুধু ময়ূরেরই পালক রইল।

ঋণ: মলডেভিয়ান লেজেন্ডস্‌