এঁকেছেন: সৃজন ঘোষ, চতুর্থ শ্রেণি
গাছ থেকে তুমি উলটো হয়েই ঝুলছ
হাল্কা হাওয়ায় অল্প অল্প দুলছ।
ছায়ার শরীর কাঁপছে দ্যাখো পাতার মতো
ডাকছে দূরে বহুদূরের শেয়াল যত।
ধনেশ কুবো কণ্ঠিঘুঘু ঘুমিয়ে থাকে
লক্ষ্মীপেঁচা ডাকছে শোনো গাছের ফাঁকে।
শঙ্খচূড়ের আজকে রাতে চড়ুইভাতি
গাছের থেকে নেমে এস ছায়ার সাথী।
চাঁদের ধারে মেঘের ঘরে থাকব শুয়ে
তারার আলো ছায়ার শরীর দেবে ধুয়ে।
প্রেতিনী হে, গিন্নী আমার আজকে রাতে
আর দুলো না শ্যাওড়া গাছের দোলনাটাতে।
চল্ দুজনে ছন্দে ছড়ায় বাজিয়ে আসি
মধ্যরাতে হাড়-কাঁপানো ভূতের বাঁশি।